পাবনায় ৭৫৭ জন হোম কোয়ারন্টাইনে, কঠোর অবস্থানে প্রশাসন


পাবনা প্রতিনিধি:

পাবনায় প্রতিদিনই বাড়ছে হোম কোয়ারন্টাইনে যাওয়া ব্যাক্তির সংখ্যা। পাবনার সিভিল র্সাজন জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৯ জনকে হোম কোয়ারন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে সর্বমোট ৭৫৭ জন হোম কোয়ারন্টাইনে রয়েছে। তবে জেলার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ঈশ্বরদী উপজেলায়। এ উপজলোয় ২৯০ জন হোম কোয়ারন্টোইনে রয়েছে।

পাবনায় ৭৫৭ জন হোম কোয়ারন্টাইনে, কঠোর অবস্থানে প্রশাসন
পাবনায় ৭৫৭ জন হোম কোয়ারন্টাইনে, কঠোর অবস্থানে প্রশাসন

এদিকে করোনা ভাইরাস সচেতনতায় পাবনায় জনসাধারণের মধ্যে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসক,পুলিশ সুপারসজ জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাঠে নামেন। বাড়িতে থাকার নির্দেশনায় সতর্ক করার পরও সাধারন মানুষ বাইরে ঘোরাফেরা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছে প্রশাসন।

 


শর্টলিংকঃ