পাবিপ্রবিতে ডীনের অপসারণ দাবিতে লাল কার্ড প্রদর্শণ ও বিক্ষোভ


পাবনা প্রতিনিধি:

ইটিই বিভাগককে ট্রিপল-ই বিভাগের রুপান্তরের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় প্রকৌশল অনুষদের ডীন ড. শেখ রাসেল আল আহম্মেদ সহ তিন শিক্ষকের অপসারণ চেয়ে বিভিন্ন শ্লোগান দেন তারা। এ সময় ডীনের অপসারণ চেয়ে লাল কার্ড প্রদর্শণ করেন শিক্ষার্থীরা। পরে ট্রিপল ই অনুষদের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইটিই বিভাগের শিক্ষার্থীদের উস্কে দিয়ে আন্দোলন করাচ্ছেন ওই বিভাগের ডীনসহ শিক্ষকরা। ইটিই বিভাগের শিক্ষার্থীরা যেসব দাবি তুলে আন্দোলন করছেন তা অযৌক্তিক। তাদের আন্দোলনের কারণে দুই বিভাগের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বিঘ্নিত হচ্ছে। দ্রুত এর সমাধান চান তারা।

এর আগে গত ১৫ অক্টোবর ক্লাস পরীক্ষা বর্জন করে ইটিই বিভাগকে ট্রিপল-ই তে রুপান্তরের দাবিতে বিভিন্ন কর্মসূচী পালন করেন ইটিই বিভাগের শিক্ষার্থীরা।

 


শর্টলিংকঃ