বাগমারায় আলু সংরক্ষণ কার্যক্রম উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, বাগমারা :

রাজশাহীর বাগমারায় সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে চলতি বছর আলু সংরক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার শিকদারীর সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি এনা গ্রুপের চেয়ারম্যান বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

আলু সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি

এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী অনিল কুমার সরকার, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের সিনিয়র ম্যানেজার সাজ্জাদুর রহমান জুয়েল, সিনিয়র ম্যানেজার হিসাবশাখা সোহরাব হোসেন মাসুম, কৃষকদের মধ্যে হামিদুল হক প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা থানার অফিসার ইনচার্জ নাছিম আহম্মেদ, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রম সম্পাদক মকবুল হোসেন, চেয়ারম্যান আয়েন উদ্দীন প্রমূখ।

সালেহা ইমারত কোল্ড স্টোরেজ সূত্রে জানা গেছে, চলতি বছর ২ লাখ ২০ হাজার বস্তা আলু স্টোরে সংরক্ষণ করা হবে।


শর্টলিংকঃ