বাগমারায় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের তত্বাবধানে “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা মুখ্য” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাগমারায় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাগমারায় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। মডারেটরের দায়িত্ব পালন করেন একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুমীত। দুর্নীতি দমন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, বন কর্মকর্তা জোনাব আলী, পল্লী উন্নয়ন কর্মকতা মুন্জুরুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা সাবিনা খাতুন।

প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম মাহমুদ হাসান জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে উপজেলার ৮৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রুপ ভিত্তিত বিতর্ক প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়। ১৬ টি ইউনিয়ন, ২টি পৌরসভার বিজয়ী দল উপজেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দল জেলা সদরে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সুযোগ পাবে। তিনি আরও জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব জাগ্রত করাই এর মূল লক্ষ্য। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন ভবানীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জন করেছেন বড়-বিহানালী উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন খালগ্রাম উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা হয়েছেন, ভবানীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সামিয়া হোসেন শৌতী।

 

 


শর্টলিংকঃ