বাগমারায় মন্দিরের ভিত্তি স্থাপন করলেন উপজেলা চেয়ারম্যান


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় মন্দির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অনিল কুমার সরকার। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের ধামিন কামনগর সার্বজনীন বাসন্তী মন্দিরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়।

বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় রাজশাহী জেলা পরিষদের অর্থায়নে মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয়েছে। চৌধূরী এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করছেন। মন্দিরটি নির্মানে ব্যয় হবে ৪ লাখ টাকা।

জানা যায়, জেলা পষিদের চেয়ারম্যান মোহম্মাদ আলী নির্বাচিত হওয়ার পর ধামিন কামনগর সার্বজনীন বাসন্তী মন্দিরে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই সময় পুরাতন মন্দিরটির নতুন ভাবে করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হতে চলেছে। জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হচ্ছে এই মন্দিরটি।

মন্দিরটির ভিত্তি প্রস্তর স্থাপন কালে উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকারের সাথে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী আলেফ আলী।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, ধামিন কামনগর সার্বজনীন বাসন্তী মন্দিরের সভাপতি অসিত কুমার দাশ, সাধারণ সম্পাদক দীলিপ কুমার, বিশ্বনাথ চক্রবর্তী, সদস্য সুকমল, অনুপ সরকার, ঠিকাদার আব্দুল ওয়ারেশ আলী বাবু প্রমুখ।


শর্টলিংকঃ