পুঠিয়ায় জমে উঠেছে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন


পুঠিয়া প্রতিনিধি:

আগামী ২৪ এপ্রিল রাজশাহী জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিথ হবে। নির্বাচন ঘিরে এরই মধ্যে ভোটারদের মাঝে চলছে জল্পনা-কল্পনা। প্রার্থীরাও শেষ মূহুর্তে ভোটাদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা।

শ্রমিক ইউনিয়ন নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ২৪ এপ্রিল ভোট গ্রহণের লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ওই দিন সকাল থেকে মোট এক হাজার ৪ শ’ ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে ১১টি পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারন সম্পাদক পদে ২জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন।

এছাড়া দপ্তর সম্পাদক পদে ২জন, কষাধ্যক্ষ পদে ২ জন, ক্রিড়া সম্পাদকে ২ জন, প্রচার সম্পাদকে ৪ জন্য, সড়ক সম্পাদক পদে ২ জন ও সাধারন সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


শর্টলিংকঃ