শিবগঞ্জে বিনামূল্যে সার ও বীজ পেল তিন হাজার কৃষক


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উপশী আউস বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ২০১৯-২০ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কৃষকদের মাঝে ১৫ হাজার ৪০০ কেজি আউস বীজ, ৪৬ হাজার ২০০ কেজি ডিএসপি সার ও ৩০ হাজার ৮০০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।


শর্টলিংকঃ