বাগমারায় হলদেপাখি সম্প্রসারণ প্রকল্পের বিজ্ঞপাখিদের দিনব্যাপি ওরিয়েন্টেশন


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ গার্ল গাইডস’র হলদেপাখি সম্প্রসারণ প্রকল্পের বিজ্ঞপাখিদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছোট থেকেই সঠিক এবং নিয়ম কানুন মেনে জীবন পরিচালনা করার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হলদেপাখি সম্প্রসারণ প্রকল্প শুরু হয়েছে।

এর মাধ্যমে শিশুদের ব্যক্তিগত স্বাস্থ্য পরিচ্ছন্নতা ও ট্রাফিক সচেতনতা এবং স্যানিটেশন বিষয়ে জ্ঞানদান করা হবে। প্রাথমিক পর্যায়ে হলদেপাখি সম্প্রসারণ প্রকল্প পরিচালনার লক্ষ্যে শিক্ষকদের দিন ব্যাপি নানা বিষয়ে জ্ঞানদান করানো হয়।

গার্ল গাইডস’র হলদেপাখি সম্প্রসারণ প্রকল্পের বিজ্ঞপাখিদের ওরিয়েন্টেশন উপলক্ষ্যে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন রাজশাহী অঞ্চল। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার।

উপজেলা গার্ল গাইডস্ এর সাধারণ সম্পাদক ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক শাহনাজ বেগমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন বাগমারা উপজেলা গার্ল গাইডস্ এর স্থানীয় কমিশনার চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খানম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, দ্বীপপুর ইউনিয়নের চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল প্রমুখ। বিজ্ঞপাখিদের দিনব্যাপি প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন রাজশাহী অঞ্চলের প্রশিক্ষক দিলারা বেগম, তানজিমা বিনতে হান্নান, দিল মনোয়ারা পারভীন। উক্ত ওরিয়েন্টেশনে উপজেলার ৪০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ গ্রহণ করেন।


শর্টলিংকঃ