বৃষ্টি দত্তের কবিতা ‘অসম্পূর্ণ’


অসম্পূর্ণ

বৃ‌ষ্টি দত্ত

টুকরো টুকরো কষ্টগুলোকে এক সাথে করে,
গড়ে তুলবো বিশাল এক পাহাড়।
দ্বিধা আর ভয় তোমাকে এতোটাই গ্রাস করবে যে,
সেই সুবিশাল পাহাড়ের চূড়া বেয়ে,
তুমি আর এগোতে পারবে না।

একটা সময়ে এসে যখন বুঝবে, পাহাড়
ডিঙানো আবশ্যক,
ঠিক তখনই সেই পাহাড় বেয়ে নেমে আসবে এক নদী।

সাঁতরে সাঁতরে ক্লান্ত তুমি,
একহাতে পঞ্চামৃত, অন্যহাতে গঙ্গাজল নিয়ে সেই
লাল পেড়ে সাদা শাড়িতে আমি দাঁড়িয়ে।
হয় প্রাণ, নয় প্রেম…
এবার ভেবে দেখো
কি চাই তোমার?
পঞ্চামৃত নাকি গঙ্গাজল?


শর্টলিংকঃ