ভাঙ্গুড়ায় নব-যোগদানকৃত ইউএনও’র মতবিনিময় সভা


ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধি’র সাথে নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আশরাফুজ্জামান মতবিনিময় সভা করেছেন।

আজ মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলা বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুজ্জামান, পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম,

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, উপজেলা শিক্ষা অফিসার খ.ম জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকৌশলী সুলতান মাহবুব, কৃষি অফিসার এনামুল হক, সমাজসেবা অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা সাব-রেজিষ্টার মোঃ মিল্লাত হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাৎ জাহান, ভাঙ্গুড়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শয়ম কৃষ্ণ রায়,

প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম, মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল, বিবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুল ইসলাম, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড করেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, বিএম করেজের অধ্যক্ষ মোঃ বদরুল আলম, পাবনা জেলা পরিষদের মহিলা সদস্য গুলশাহানারা লিপি,

প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল খান, সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, সদস্য সাংবাদিক মানিক হোসেন, মিনু রহমান ও মাসুদ রানাসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ। এ ছাড়াও সভায় সরকারি কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ যোগদান করেন।

নতুন যোগদানকৃত ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান সাংবাদিকদের বলেন, উপজেলার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে সরকারের দেয়া সকল উন্নয়নমূলক কাজ করবেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় সৈয়দ আশরাফুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহন করেন।


শর্টলিংকঃ