ভারতে করোনা আক্রান্ত ২০ লাখ ছাড়াল


ইউএনভি ডেস্কঃ

প্রতিবেশী দেশ ভারতে করোনা শক্ত থাবা বসিয়েছে। আক্রান্তের সংখ্যা এরইমধ্যে ২০ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন অন্তত ৪১ হাজার মানুষ।খবর এনডিটিভির।


দ্য হিন্দুর শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৫ হাজার ২৯০ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৪১ হাজার ৬৪৯ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা পর‌্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০,০৬,৭৬০ জন। আক্রান্তে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই ভারত।

আক্রান্তে শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রে সংক্রমণ ধরা পড়েছে ৫০ লাখের কাছাকাছি। আর আক্রান্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে ২৮ লাখের বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছেন। গত ৯ দিনে ভারতে ৫ লাখের বেশি। রোজ ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই কয়দিনে।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, একদিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬,০০০ এর বেশি। আর সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ২৮ হাজার। মারা গেছেন ৪০ হাজারের বেশি মানুষ।

সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজ্যগুলির তালিকায় রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬ হাজার। রাজধানী দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার। এখন পর্যন্ত মারা গেছে ৪ হাজার ৫৯ জন।

এনডিটিভি জানায়, হালনাগাদ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে।


শর্টলিংকঃ