মঙ্গলবার থেকে আইপিএল প্লে-অফ লড়াই


ইউএনভি ডেস্ক :

গ্রুপ পর্বের লড়াই শেষ! এবার সেরা চার দলকে নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফ যুদ্ধ। মঙ্গলবার (৭ মে) থেকে শুরু হবে এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের আসল লড়াই। প্লে-অফ শেষে ১২ মে হায়দরাবাদে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের পর সানরাইজার্স হায়দরাবাদ উঠেছে সুপার ফোরে।

লিগ লড়াই থেকে বাদ পড়েছে কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

পয়েন্ট তালিকার শীর্ষে থেকে লিগ লড়াই শেষ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচে দলটির অর্জন ১৮ পয়েন্ট। নেট রানরেট ০.৪২১। সমান পয়েন্ট চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসেরও। কিন্তু রানরেটে পিছিয়ে আছে তারা।

সানরাইজার্স হায়দরাবাদ ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে পেয়েছে প্লে-অফের টিকিট। সমান পয়েন্ট থাকলেও কপাল পুঁড়েছে কলকাতা ও পাঞ্জাবের! দুঃখটা সবচেয়ে বেশি আন্দ্রে রাসেলদের। ব্যাট হাতে দুর্দান্ত খেলে গেছেন তিনি।

তারপরও প্লে অফ নিশ্চিত করতে পারেনি তার দল কলকাতা নাইট রাইডার্স। লিগ পর্বের শেষ ম্যাচে রোববার মুম্বাইয়ের বিপক্ষে হেরে বিদায় নেয় বলিউড বাদশাহ শাহরুখ খানের দল।

দেখে নিন আইপিএল প্লে-অফ সূচি-

প্রথম কোয়ালিফায়ার
তারিখ              ম্যাচ                                         ভেন্যু
৭ মে  মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস                  চেন্নাই

এলিমিনেটর
৮ মে  দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ      বিশাখাপত্তনম

দ্বিতীয় কোয়ালিফায়ার
১০ মে  ১ম কোয়ালিফায়ারের পরাজিত বনাম এলিমিনেটরের জয়ী বিশাখাপত্তনম

ফাইনাল
১২ মে   ১ম কোয়ালিফায়ারের জয়ী বনাম ২য় কোয়ালিফায়ারের জয়ী হায়দরাবাদ

#প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।


শর্টলিংকঃ