মেসির গোলে শিরোপা জিতল বার্সা


ইউএনভি ডেস্ক :

জিতলেই ২৬তম বারের মতো লা লিগার শিরোপা। এমন সমীকরণের সামনে থেকে লিগের ৩৬তম ম্যাচে লেভান্তের বিপক্ষে মাঠে নামে বার্সা। ম্যাচটিতে লেভান্তের বিপক্ষে গোল পেতে হিমশিম খেতে হচ্ছিল কাতালানদের। এমন সময়ে গোল করে দলকে লিগ শিরোপা জিতিয়ে অবদান রাখলেন লিওনেল মেসি। শনিবার (২৮ এপ্রিল) রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লেভান্তেকে ১-০ গোলে হারিয়েছে বার্সা।

লা লিগার শিরোপা জয়ে উল্লাস বার্সার খেলোয়াড়েরা
লা লিগার শিরোপা জয়ে উল্লাস বার্সার খেলোয়াড়েরা

এতে করেই চলমান লিগে ৩৫ ম্যাচে ৮৩ পয়েন্ট হয়ে যায় কাতালানদের। সমান ম্যাচে দুইয়ে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ ৭৪ পয়েন্ট সংগ্রহ করেছে।

প্রথমার্ধের খেলায় বার্সার খেলোয়াড়দের বেশ পরীক্ষা নিয়েছেন লেভান্তের গোলরক্ষক ওইয়ের ওলাজাবাল। শুরুর ভাগে ৭টি অনটার্গেট শট প্রতিহত করেছেন তিনি। ফল তার নৈপুণ্যে প্রথমার্ধে কোনো গোল হজম করেনি লেভান্তে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফিলিপে কৌতিনহোকে তুলে নিয়ে মেসিকে মাঠে নামান কোচ আর্নেস্তো ভালভার্দে। ৬২তম মিনিটে এর প্রতিদান দেন দলীয় অধিনায়ক মেসি। আর্তুরো ভিদালের পাস থেকে লেভান্তের ডিফেন্ডার এবং গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি।

লেভান্তের বিপক্ষে গোলের মাধ্যমে চলতি মৌসুমে ইউরোপের সেরা পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতার আসনটা ধরে রাখলেন এই আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। তার গোলসংখ্যা ৩৪টি। এছাড়াও লা লিগার বদলি খেলোয়াড় হিসেবে ২৪তম গোল করার রেকর্ড গড়েছেন তিনি। যা একবিংশ শতাব্দীতে সর্বোচ্চ।

মেসির এই একমাত্র গোলে শিরোপা জেতে বার্সা
মেসির এই একমাত্র গোলে শিরোপা জেতে বার্সা

ম্যাচের শেষ দিকে লেভান্তেও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল। তবে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানের দুর্দান্ত কিছু সেভে রক্ষা পায় দলটি। এরপর ম্যাচ রেফারি শেষ বাঁশি বাজতেই বার্সা খেলোয়াড়দের পাশাপাশি উল্লাসে মেতে ওঠে গ্যালারিতে থাকা সমর্থকরা। এই নিয়ে টানা দ্বিতীয় ও শেষ ১১ মৌসুমে অষ্টমবারের মতো লিগ শিরোপা ঘরে তুললো বার্সা।

বার্সার আগেই রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নেমেছিল অ্যাতলেটিকো। ম্যাচটিতে দিয়েগো সিমিওনের দল জয় বঞ্চিত থাকলেই লেভান্তে ম্যাচের আগেই শিরোপা জিতে যেত বার্সা। তবে বার্সার অপেক্ষা খানিকটা বাড়িয়েছিল দলটি। ভায়াদোলিদের সঙ্গে ম্যাচ জিতেছিল ১-০ গোলে।


শর্টলিংকঃ