পাবনায় ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, পাবনা:
কারিগরি বোর্ডের নার্সিং শিক্ষা পরিচালনায় সাংঘর্ষিক ও বিতর্কিত আইন বাতিল, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধন ছাড়া কোন শিক্ষার্থীকে নার্সিং পেশায় অর্ন্তভুক্ত না করা, কারিগরি শিক্ষা বোর্ড’র চতুরতায় পরিচালিত এসব কোর্স বন্ধ করা,এবং লাইসেন্স পরীক্ষার সময়সূচি অতিদ্রুত ঘোষণাসহ বেশ কয়েকটি দাবিতে পাবনায় মানববন্ধন হয়েছে।

রোববার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পাবনা শাখার আয়োজনে এই মানববন্ধন  হয়।এ বক্তব্য দেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের পাবনা শাখার পধান উপদেষ্টা রাজু আহমেদ, সভাপতি আঁখি হক, সহ-সভাপতি হুমায়ুন, সাধারণ সম্পাদক রাকিবুর হক রনক, যুগ্ন সম্পাদক কবির, সহ-প্রচার সম্পাদক রনি, সহ- আপ্যায়ণ সম্পাদক সুমী, সমাজকল্যাণ সম্পাদক শিপন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক নাসির প্রমূখ।

বক্তারা অবিলম্বে দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন অবিলম্বে তাদের দাবী না মলে আগামীতে কঠোর কর্মংসূচী দেওয়া হবে বলে বলেন।


শর্টলিংকঃ