মোহনপুরে ‘পানি সাশ্রয়ী ধান উৎপাদন প্রযুক্তি’ বিষয়ক মাঠ দিবস


মোহনপুর (রাজশাহী)  প্রতিনিধি :

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে রাজশাহীর মোহনপুর উপজেলায় ‘পানি সাশ্রয়ী ধান উৎপাদন প্রযুক্তি’ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল টায় উপজেলার বিষহারা স্কুল মাঠে বেসরকারি সংস্থা সিসিডিবি এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা শমশের আলী, সিসিডিবির শাখা ব্যবস্থাপক রাজেম উদ্দিন, মাঠ সংগঠক জাহিদুল ইসলাম, নাজিম উদ্দিন, আবু সাঈদ, জনি ইসলাম, বিদ্যুৎ কুমার,সিসিডিবির এলাকা সমন্বয়কারী রনজিত কুমার সাহা, কৃষক রাজু আহম্মেদ, আব্দুল রাজ্জাক, নজরুল ইসলাম।

সিসিডিবির এলাকা সমন্বয়কারী রনজিত কুমার সাহা জানান, চলতি বোরো মৌসুমে মোহনপুর উপজেলার চারটি স্কীমের আওতায় ৮০ থেকে ৮৫ জন কৃষক পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে  জমিতে ধান উৎপাদন করছেন।


শর্টলিংকঃ