রাজশাহীতে কমেছে পেঁয়াজের দাম


মেহেদী হাসান,

সম্প্রতি সারাদেশে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়ে সর্বস্তরের মানুষ। বর্তমানে রাজশাহীতে নিত্য প্রয়োজনীয় জিনিস পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সেইসাথে সারাদেশের ন্যায় দাম কমার প্রভাব পড়েছে বিভাগীয় শহর রাজশাহীতে। পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা কমে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮৫ টাকা। যা তিন দিন আগে ছিল ৯০ থেকে ৯৫ টাকা কেজি।

 

 

ছবি: মেহেদী হাসান

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহীর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি পেঁয়াজের দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা। যা আগে ছিল ৯০ থেকে ৯৫ টাকা কেজি।

রাজশাহী কাঁচাবাজারের খুচরা ব্যবসায়ী আমজাদ হোসেন ইউনিভার্সাল নিউজ-কে  বলেন, গত ৩০ তারিখে পেঁয়াজের সর্বোচ্চ দাম পেয়েছি। ৯০ থেকে ৯৫ টাকা কেজি পর্যন্ত বিক্রি করেছি। বর্তমানে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এখন বিক্রি করছি দেশি ৭৫ টাকা এবং ইন্ডিয়ান ৭০ টাকা কেজি।

অপর খুচরা ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, পেঁয়াজ কাঁচাজিনিস, বেশিদিন রাখা যায়না। দেশি পেঁয়াজ ৮০ টাকা দরে বিক্রি করছি এবং ইন্ডিয়ান এলসি ৭৫ টাকা কেজি। পেঁয়াজের কোয়ালিটির উপর প্রতিকেজি ২থেকে ৫ টাকা কম হয়। ভোক্তা অধিকারের লোকজন এসে বলে গেছে, প্রতিকেজি পেঁয়াজ কেনা দাম থেকে ৫ টাকা বেশি দামে বিক্রি করা যাবে।

ছবি: মেহেদী হাসান

পাইকারি পেঁয়াজ বিক্রেতা প্রতিষ্ঠান  আরাফাত ট্রেডার্সের ম্যানেজার আনোয়ারুল হক ইউনিভার্সাল নিউজ-কে বলেন, ইন্ডিয়ান এলসি ৫০ থেকে ৬০ টাকা এবং দেশি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকায় কিনেছি। দাম আরো কমতে পারে। বর্তমানে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে এসেছে। যারা পেঁয়াজ গুদামজাত করে রেখেছিল পচন শুরু হওয়ার আগেই বাজারে ছাড়ছে। এক্ষেত্রে আরো দাম কমবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, গতকাল বুধবার (২ অক্টোবর) সকালে টেকনাফ বন্দরে ৪৮৩ টন পেঁয়াজ ঢুকেছে। আরও চার থেকে ৫০০ টন ঢুকবে। পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ৬০ টাকার বেশি দাম হবেনা বলে জানা যায়।


শর্টলিংকঃ