রাজশাহীতে ভেজাল মসলার দুই কোম্পানিকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী নগরীতে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া উৎপাদন এবং প্যাকেট করার অভিযোগে দুটি কোম্পানিকে ৫৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান মারুফ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহহারী পরিচালক হাসান মারুফ ইউনিভার্সাল২৪নিউজকে জানান, মহানগরীর মতিহার এলাকায় সূর্য গুড়া মসলাকে নোংরা পরিবেশে হলুদ,মরিচ ও ধনিয়ার মসলা তৈরি করা এবং মসলার প্যাকেটে উৎপাদনের তারিখ,মেয়াদ উত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য না থাকার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০হাজার  টাকা জরিমানা করা হয়েছে।

একই সাথে মতিহার এলাকায় বাঘ মার্কা গুড়া মসলাকে মসলার প্যাকেটে উৎপাদনের তারিখ,মেয়াদ উত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য না থাকার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


শর্টলিংকঃ