রাজশাহীতে সুশৃঙ্খলভাবে চলছে টিকাদান কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে শনিবার ৭ম দিনেও টিকা নিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মানুষের ভিড় দেখা গেছে।সবাই শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সাথেই টিকা নিচ্ছেন। কোথাও কোনো অব্যবস্থাপনা চোখে পড়েনি। নির্দিষ্ট বুথে রেজিস্ট্রেশন অনুযায়ী টিকা নিচ্ছেন সবাই।

রাজশাহীতে বৃহস্পতিবার পর্যন্ত মোট টিকা নিয়েছেন ১০ হাজার ১২২ জন। মোট নিবন্ধন করেছেন প্রায় ২৪ হাজার জন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম বলেন, টিকা নেওয়ার পর এ পর্যন্ত চারজনের মধ্যে সামান্য জ্বর ও গা ব্যথা লক্ষ করা গেছে। তবে সবাই সেরে উঠছেন। এছাড়া কারও কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।


শর্টলিংকঃ