রাজশাহী বোর্ডে এগিয়ে মেয়েরা : পাসের হার ৭৬.৩৮ ভাগ


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এছর পাসের হার ৭৬ দশমিক ৩৮ শতাংশ।পাসের হারে মেয়েরা এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেরা এবার ভালো ফলাফল করেছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায় এবার রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষায় গত ২ এপ্রিল অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছিলো ১ লাখ ৫১ হাজার ১৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে সব বিষয়ে পাস করেছে ১ লাখ ১৩ হাজার ৫৫০ জন শিক্ষার্থী। যার গড় পাসের হার ৭৬ দশমিক ৩৮ শতাংশ।

গতবার পাসের হার ছিলো ৬৬ দশমিক ৫১ শতাংশ। এবার পাসের হার বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। এবার রাজশাহী বোর্ডের  ৩৪ টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন  আর  ৭ টি কলেজ থেকে একজন শিক্ষার্থী ও পাস করতে পারে নাই।

এবার জিপিএ-৫ এর দিক থেকে মেয়েদের থেকে ছেলেরা ভালো ফল করেছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল হক প্রাং অনুষ্ঠানিক ভাবে এই ফলাফল ঘোষণা করেন।

 


শর্টলিংকঃ