রাবিতে ছাত্রলীগের দু’পক্ষে মারামারি, আহত ৩


রাবি প্রতিনিধি :

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার (০২ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে ও জোহা চত্বরে দুই দফা মারামারি হয়। এ ঘটনায় তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। তবে ছাত্রলীগ নেতাদের দাবি- এটা দলীয় কোনো দ্বন্দ্ব নয়, বিভাগের খেলা নিয়ে রেষারেষি।

আহতরা হলেন- অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিক, লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ, মারুফ। এদের মধ্যে অনিক রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদর রুনুর অনুসারী এবং আসিফ ও মারুফ সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী।

আহতদের মধ্যে আসিফ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। অন্য দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দিয়েছে রামেক কর্তৃপক্ষ।

ছাত্রলীগ সূত্র জানা যায়, শুক্রবার (০১ মার্চ ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলা মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। আম্পায়ারের সিদ্ধান্তকে কেন্দ্র করে খেলার মাঠে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মারপিটে জড়িয়ে পড়ে।

পরে সন্ধ্যায় ছয়টার দিকে মারুফ ও আসিফ টুকিটাকি চত্বরে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সজলের সাথে দেখা করতে আসে। দেখা করে যাওয়া সময় আগে থেকে টুকিটাকিতে বসে থাকা অনিকসহ আরও কয়েকজন তাদের অনুসরণ করে। তারা শহীদুল্লাহ কলা ভবনের গেলে তাদের ওপর হামলা চালায় অনিকসহ কয়েকজন।

এ ঘটনার জেরে ফের সন্ধ্যা ৭টার দিকে জোহা চত্বরের অনিককে একা পেয়ে তার ওপর হামলা চালায় মারুফের ১০-১৫ জন বন্ধু। দুই দফা মারামারির ঘটনায় ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানতে চাইলে অনিক বলেন, ‘খেলাধূলা নিয়ে ঝামেলা হয়েছিল। রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নয়।’

ছাত্রলীগের দুই পক্ষের মারামারির বিষয়টি অস্বীকার করে রাবি ছাত্রলীগের সভাপতি কিবরিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও লোকপ্রশাসন বিভাগের ছোট ভাইদের মধ্যে সমস্যা হয়েছিল। আমরা সেটা সমাধান করে দিয়েছি। ছাত্রলীগের কোনো দ্বন্দ্ব নয়।’

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ছোট ভাইদের বিভাগের ক্রিকেট খেলা নিয়ে সমস্যা হয়েছে। আমি ও কিবরিয়া ভাই বিষয়টি সমাধান করে দিয়েছি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর লুৎফর রহমান বলেন, খেলাকে কেন্দ্র করে অর্থনীতি বিভাগ ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে রেষারেষি শুরু হয়। পরে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।


শর্টলিংকঃ