রাবিতে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঁচ দিনব্যাপী বার্ষিক শিল্পকর্র্ম প্রর্দশনী শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ এই প্রদর্শনীর আয়োজন করেছে।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন ভবনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

উদ্বোধনী অনুষ্ঠানে অধুনালুপ্ত রাজশাহী চারু ও কারুকলা মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কামাল লোহানী, সদস্য মুহম্মদ এলতাসউদ্দিন ও শিক্ষক শিল্পী তরুণ ঘোষকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে বিভাগের কৃতি শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক মো. ফজরুল করিমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক সিন্ধার্থ শংকর তালুকদার ও অনুষদের শিক্ষকবৃন্দ।


শর্টলিংকঃ