রাবি ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় অটোচালক জেলে


রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে রাজু আহমেদ নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

প্রতীকি ছবি।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে শিক্ষার্থীরা তাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করে। গতকাল শুক্রবার মতিহার থানা পুলিশ রাজুর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

শিক্ষার্থীদের বরাতে রাবির সহকারী প্রক্টর হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার রাতে মিলনায়তনে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী চলছিল। প্রদর্শনীর একপর্যায়ে অটোরিকশাচালক রাজু বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। ওই ছাত্রী চিৎকার করে উঠলে ঘটনা জানাজানি হয়।

এসময় শিক্ষার্থীরা রাজুকে ধরে মারধর করে মিলনায়তনের বাইরে নিয়ে আসেন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয় বলে জানান তিনি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘ওই অটোকচালকের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে পাঠানো নির্দেশ দেন।’


শর্টলিংকঃ