শ্বশুর বাড়ী গিয়ে মহানন্দায় ডুবে নববিবাহিত যুবকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবাগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মহানন্দা নদীতে ডুবে নীরব(২০) নামে নববিবাহিত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাত্র সাতদিন পূর্বে গত ঈদ-উল-ফিতরের পরদিন গত ২৬’মে তার বিয়ে হয়। 


সোমবার(১জুন) দুপুর দেড়টার দিকে শশুর বাড়ি শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বামুন গ্রাম এলাকায় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঘাটে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যায় নীরব। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি উদ্ধারকারী দল ও রাজশাহী থেকে আসা ডুবুরী দল সন্ধ্যা সোয়া ৬টার দিকে নদী থেকে নীরবের মরদেহ উদ্ধার করে।

পেশায় রাজমিস্ত্রী  ও রডমিস্ত্রী নীবর চাঁপাইনবাবগঞ্জ শহরের বালিগ্রাম এলাকার মো.নূরুলের ছেলে। নীরবের  পিতা মো. জাহিদ ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার মেহেরুল ইসলাম জানান, বিয়ের পর প্রথা অনুযায়ী প্রথম শ্মশুড়বাড়ি  বেড়াতে যান নীরব। কিন্তু দূর্ভাগ্যক্রমে তার অকাল মৃত্যু হয়।

এ ঘটনায় নীরবের নিজ ও শশুর বাড়িরএলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান,মরদেহ পারিবারিকভাবে দাফন করার অনুমতি দেয়া হয়েছে।


শর্টলিংকঃ