শ্রমিক নেতা নুরুল হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ আসামি ৬


নিজস্ব প্রতিবদেক:

রাজশাহীর পুঠিয়া উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল ইসলাম (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ছয় জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ১১টার দিক নিহতের মেয়ে নিগার সুলতানা বাদী হয়ে পুঠিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- পুঠিয়া উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান পটল, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাকিবুল ইসলাম মিঠু, শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শাহীন, শ্রমিক ইউনিয়নের সদস্য মতিন, নূরুল আমিন ও রশিদ।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন বলেন, ‘হত্যাকাণ্ডে ক্লু উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আমরা গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছি।’

গত মঙ্গলবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পুঠিয়া উপজেলা সদরের কাঁঠালবাড়িয়া নামক স্থানের ইটভাটা থেকে শ্রমিক নেতা নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

নুরুল ইসলাম উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও উপজেলার জিউপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক ছিলেন।


শর্টলিংকঃ