সাথিঁয়ায় মাদক মামলায় একব্যক্তির যাবজ্জীবন


পাবনা প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া থানার একটি মাদক মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  মঙ্গলবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন।  দণ্ডপ্রাপ্ত আব্দুল মালেক (৩৫) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চর সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা ।

আদালত সুত্রে জানা গেছে, ২০১২ সালের জানুয়ারি মাসে  আব্দুল মালেককে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর মোড়ে এলাকা থেকে ৫৯০ বোতল ফেনসিডিলসহ  র‌্যাবের একটি টহল দল  আটক করে।

এ ঘটনায় র‌্যাবের সার্জেন্ট আশরাফুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে সাঁথিয়া থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৩ সালের ৫ জানুয়ারি আব্দুল মালেকর পূর্বের মামলাগুলো উল্লেখ ও মাদক আইনের মামলায় আসামী হিসাবে বহাল রেখে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সহকারি সরকারি কৌশুলী (এপিপি) সালমা আক্তার।


শর্টলিংকঃ