সিগারেটের আগুনে পুড়লো তিনশ’ গাড়ি


সারাদুনিয়া ডেস্ক :

ভারতে সিগারেটের আগুনে পুড়র ৩০০ গাড়ি। প্রদর্শনীর পার্কিং লটে দাঁড়ানো ছিলো গাড়িগুলো। হটাৎ জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়ে গাড়িগুলো পুড়ে গেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

ভারতের ব্যাঙ্গালুরুতে আগুনে প্রায় তিনশ’ গাড়ি পুড়ে গেছে

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের উত্তর বেঙ্গালুরুর ইন্ডিয়ান এয়ার ফোর্স স্টেশনের পার্কিং জোনে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা এম এম রেড্ডি জানান, মাঠের শুকনো ঘাস এবং বাতাসের কারণে হু হু করে ছড়িয়ে পড়েছে আগুন। মুহূর্তের মধ্যে তিনশ গাড়িতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পাশে বিমান বাহিনীর মহড়ার কথা ছিলো। আগুন নেভাতে ঘটনাস্থলে তড়িঘড়ি করে উপস্থিত হয় ফায়ার সার্ভিস। ১০টি ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। -সূত্র: আনন্দবাজার


শর্টলিংকঃ