সিরিয়ায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ৮০ জন


ইউএনভি ডেস্ক:

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রদেশ ইদলিবে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ চলছে। শুক্রবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দুগ্রুপের প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮০ জন। খবর এএফপির।

Smoke billows from a building following a reported bombardment by pro-Syrian government forces in the town of Maaret al-Numan in Syria's Idlib province, the country's last major opposition bastion, on December 20, 2019. (Photo by Abdulazez Ketaz / AFP)

জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে সিরিয়ায় বিবদমান গ্রুপ দুটি আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ব্রিটেনভিত্তিক একটি মানবাধিকার সংস্থা বলেছে, শুক্রবার ভোরে সরকারি বাহিনীর হামলায় জিহাদি গ্রুপের ৪২ এবং বিদ্রোহী গ্রুপের ৯ জন প্রাণ হারিয়েছেন।

বিদ্রোহী নিয়ন্ত্রিত মারেত আল-নোমান শহরে জিহাদি গ্রুপের হামলায় সরকারি বাহিনীরও ৩০ জন প্রাণ হারিয়েছেন। বাশার আল আসাদের অনুগত বাহিনীর সঙ্গে বোমা হামলা চালায় রুশ বিমান।


শর্টলিংকঃ