সড়ক আইন সংশোধনের দাবিতে পাবনায় বাস চলাচল বন্ধ


পাবনা প্রতিনিধি:

নতুন সড়ক পরিবহণ আইন সংশোধনের দাবিতে পাবনায় মঙ্গলবার সকাল থেকে বাস চালক-শ্রমিকদের একাংশ কর্মবিরতি শুরু করেছে। এতে করে পাবনা থেকে আভ্যন্তরীণ ও দুরপাল্লার রুটে বাস চলাচল আংশিক বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকালে পাবনার কেন্ত্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, কর্মবিরতি উপেক্ষা করে চালক শ্রমিকদের একটি অংশ বাস চালাচ্ছেন। কিছু বাস ঢাকা সহ বিভিন্ন রুটে ছেড়ে যেতে দেখা যায়।

এ নিয়ে চালক শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যারা বাস চালাচ্ছেন তাদের বাধা দেন কর্মবিরতি পালন করা চালক শ্রমিকরা। আংশিক বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা সহ দুরপাল্লার যাত্রীরা কিছুটা দুর্ভোগে পড়েছেন।

কর্মবিরতি পালন করা শ্রমিকরা জানান, নতুন সড়ক পরিবহণ আইন সংশোধন করতে হবে। কারণ দুর্ঘটনা ঘটলে গাড়ির চালক ৫ লাখ টাকা জরিমানা দেবেন এটা মেনে নেয়া যায়না। তার আগে সড়ক মহাসড়ক গুলোতে উন্নয়ন ঘটাতে হবে। মহাসড়কে সাধারণ মানুষ, ছোট গাড়ি ও বড় গাড়ি চলাচলের জন্য আলাদা লেন করতে হবে।


শর্টলিংকঃ