‘সড়ক দুর্ঘটনা রোধে মাইন্ডসেটে চেঞ্জ আনতে হবে’


ইউএনভি ডেস্ক:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রচলিত আইনের প্রয়োগ, জনসচেতনতা ও শিক্ষার সমন্বয়ে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। এ ক্ষেত্রে আমাদের সম্মিলিত প্রচেষ্টা লাগবে, মাইন্ডসেটের পরিবর্তন আনতে হবে। সচেতনতা বাড়াতে হবে। জনগণকে বোঝাতে হবে যে, শুধু চালকের ভুলে দুর্ঘটনা হয় না, অন্যান্য কারণেও হয়।’

রোববার (৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাগো বাংলা ফাউন্ডেশন আয়োজিত ‘নিরাপদ সড়ক : আইনের প্রয়োগ ও জনসচেতনতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে, সরকারের এতো উন্নয়ন সত্ত্বেও সড়ক-মহাসড়কগুলো সম্পূর্ণ নিরাপদ করা সম্ভব হয়নি। সড়ক-মহাসড়কে দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং হচ্ছে।’

তিনি বলেন, ‘নিরাপদ সড়ক আমাদের সবারই প্রত্যাশা। সমাজের সর্বস্তরের মানুষের প্রাণের দাবির প্রতি বর্তমান সরকারও শ্রদ্ধাশীল। সরকার চায় প্রতিটি সড়ক নিরাপদ হোক। সে কারণে নতুন করে গত বছর (২০১৮) আমাদের সরকার ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ জাতীয় সংসদে পাস করেছে। পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অধিদপ্তরসমূহ।’

বিশিষ্ট সাংবাদিক ও কবি নাসির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অভ বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, বিআরটিএ-এর চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।


শর্টলিংকঃ