ইবিতে ক্ষুদ্র ঋণ বিষয়ক পিএইচডি সেমিনার


নিজস্ব প্রতিবেদক, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্ষুদ্র ঋণ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় লোক প্রশাসন বিভাগের সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী মর্তুজা আলী ‘তৃতীয় শাখা সংগঠনের প্রশাসন ও দারিদ্র্য নিরসন : বাংলাদেশে ক্ষুদ্র ঋণ বিতরণ ব্যবস্থা’ শিরোনামে চলমান গবেষণার ‘তথ্য বিশ্লেষণ, মূখ্য আবিষ্কার ও সুপারিশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

বিভাগের সভাপতি অধ্যাপক জুলফিকার হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিম বানু।

এছাড়াও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মাদ মামুন, অধ্যাপক আব্দুল মুঈদ, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক একে এম মতিনুর রহমান, অধ্যাপক মোহাম্মাদ সেলিম, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক লুতফর রহমান প্রমুখ।

মুন্সী মর্তুজা আলী একই বিভাগের অধ্যাপক মোহাম্মাদ আসাদুজ্জামানের তত্বাবধায়নে একই বিষয়ে পি এইচ ডি গবেষণা করছেন


শর্টলিংকঃ