উন্নয়নের সুফল পেতে নৌকাকে বিজয়ী করতে হবে : আসাদ


বাঘা প্রতিনিধি:

উন্নয়নের সুফল পেতে হলে নৌকা মার্কায় ভোট দেয়ার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। আগামী ১৪ অক্টোবর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ন আ’লীগের আয়োজনে সুলতানপুর বাজারে আ.লীগের দলীয় পারছি রবিউল ইসলাম রবির পক্ষে গতকাল শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির  বক্তব্যে তিনি এ কথা বলেন।

গড়গড়ি ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী কর্মীসভায় আসাদুজ্জামান আসাদ আরো বলেন, ২০০৫ সালের নির্বাচনে যারা ব্যালট বাক্স ছিনতাই ও বোমা মেরে মানুষ হত্যা করেছে, তাদের নির্বাচনে আসার কোন সুযোগ নেই। তাদের নির্বাচনে আসতে হলে বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।

আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু বলেন, নির্বাচনের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করেছেন তার বাইরে ভোট করার কোন সুযোগ নেই। নেত্রী একটি কথা সব সময় বলে থাকেন, বাগানে অনেক ফুল ফুটবে, কিন্তু আমি শ্রেষ্ট ফুলটি বেঁছে নিতে চাই।  সুতারাং  প্রধানমন্ত্রী যাকে দলীয় প্রতীক নৌকা দিয়েছেন আপনারা সকল  দ্বিধা-দন্দ্ব ভূলে আ.লীগের প্রার্থীকে নৌকা প্রতীককে বিজয়ী করুন।

বাঘা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, গড়গড়ি ইউনিয়নে আ.লীগের পথভোষ্ট হয়ে দু’জন ব্যাক্তি বিচ্ছিন্ন প্রতীক নিয়ে ভোটে দাঁড়িয়েছেন। আমি তাদের অনুরোধ করে বলতে চাই, এখনও সময় আছে যদি মঙ্গল চান, সেখান থেকে সরে এসে নৌকার পক্ষে মাঠে কাজ করুন।

নির্বাচনী কর্মীসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, বাঘা উপজেলা আ’লীগের সহ-সভাপতি আজিজুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মুন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, গড়গড়ি ইউনিয়ন নির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থী রবিউল ইসলাম রবি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আব্দুল খালেক, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, গড়গড়ি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আ’লীগ নেতা আব্দুল হালিম মোল্লা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, আ’লীগ নেতা অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, অধ্যাপক আমিরুল ইসলাম, বাঘা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন, বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম প্রমুখ।


শর্টলিংকঃ