ওয়ালটনের নতুন ফোরজি ফোন বাজারে


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

দেশের বাজারে বড় পর্দার নতুন আরেকটি ফোরজি ফোন এনেছে ওয়ালটন। ‘প্রিমো এনএফফোর’ নামের এই ফোনটির পর্দার দৈর্ঘ্য ৫ দশমিক ৯৯ ইঞ্চি। ফোনটিতে ফুল-ভিউ আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

ওয়ালটন প্রিমো এনএফফোর
ওয়ালটন প্রিমো এনএফফোর

প্রিমো এনএফফোরে রয়েছে ১ দশমিক ২৮ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম ও ৮ জিবি স্টোরেজ। আর প্রাণবন্ত ভিডিও ও গেমিং অভিজ্ঞতা দিতে গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে পাওয়ার ভিআর জিই৮১০০। এটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এই ফোনের উভয় পাশে ব্যবহার করা হয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় নরমাল মোড ছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে- অটো ফোকাস, সনি সেন্সর, অমনিভিশন সেন্সর, ফেস ডিটেকশন, ফেস বিউটি, সেলফ টাইমার, ডিজিটাল জুম, প্যানোরমা, এইচডিআর, ফিংগার ক্যাপচার, সিন মোড ইত্যাদি।

উভয় সিমে ফোরজি সাপোর্টেড ফোনটির কানেক্টিভিটির জন্য আছে- ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, মাইক্রো ইউএসবি২, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি সুবিধা।

আর সেন্সর হিসাবে আছে- জিপিএস, এ-জিপিএস নেভিগেশন, গ্রাভিটি (থ্রিডি), লাইট (ব্রাইটনেস), প্রোক্সিমিটি ইত্যাদি। মাল্টিমিডিয়া ফিচার হিসাবে আছে- ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ও রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও। এছাড়া ফোনের সুরক্ষায় রয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর।

আকর্ষণীয় ডিজাইনের ৮ দশমিক ৩ মিমি স্লিম টোয়াইলাইট পার্পেল, টোয়াইলাইট ব্লু এবং রুবি ব্ল্যাক- এই তিনটি ভিন্ন রঙে পাওয়া যাবে। ফোনটির দাম মাত্র ৬ হাজার ৪৯৯ টাকা।


শর্টলিংকঃ