চাঁপাইয়ে ৭৫ ভিক্ষুককে পুর্নবাসন করলো সমাজসেবা অফিস


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

ভিক্ষুক পুর্নবাসন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭৫ জন ভিক্ষুককে পুর্নবাসনের ব্যবস্থা করেছে উপজেলা সমাজ সেবা কার্যালয়। রোববার (২১ এপ্রিল) সকালে উপজেলা চত্বরে আয়োজিত  অনুষ্ঠানে তাদেরকে রান্নার চুলা, সোপ, ডিমসহ আনুসাঙ্গিক জিনিসপত্র তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, নারী ভাইস চেয়ারম্যান মোসা. শিউলি বেগমসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

সভায় সাংসদ ডা. শিমুল ভিক্ষুকরা আর ভিক্ষাবৃত্তিতে জড়াবে না এই মর্মে শপথ বাক্য পাঠ করান।


শর্টলিংকঃ