ঢাবিতে মিছিল, ধাওয়া খেলো এরশাদের ‘ছাত্র সমাজ’


ইউএনভি ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল করতে গিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ধাওয়া খেয়েছেন হুসেইন মুহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা।

ঢাবিতে মিছিল করতে গিয়ে ধাওয়া খেলো এরশাদের ছাত্র সমাজ

শনিবার (১১ মার্চ) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ছয় জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র সমাজের সাধারণ সম্পাদক প্রার্থী (জিএস) মামুন ফকির। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আছেন বলেও জানান তিনি।

এভাবে ‘হামলা’ চালিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে দাবি করে জিএস প্রার্থী মামুন ফকির বলেন, ‘আমরা সুষ্ঠুভাবে মিছিল বের করেছিলাম। কিন্তু সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে আমাদের উপর পেছন থেকে হামলা করা হয়েছে। এতে আহত ছয় জন নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।’

তবে ক্যাম্পাসে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘৯০ সালের আগে ধর্মভিত্তিক ও স্বৈরাচারী সংগঠনগুলোর রাজনীতি মৌখিকভাবে ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়। আমরা যারা ৯৫ সালের পরে জন্মেছি তারা কেন এর দায় নেব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও এর নথি চেয়েছি। কিন্তু কিছুই দিতে পারেনি।’

এ ব্যাপারে জানতে চাইলে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দীকি বলেন, ‘ছাত্র সমাজ পরিবেশ সংসদ কর্তৃক নিষিদ্ধ হয়েও ডাকসু নির্বাচনে অংশ নিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বার বার বলার পরও এ বিষয়ে ব্যবস্থা নেয়নি।’

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। ছাত্র সমাজ বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে এসেছিল। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তাদের ধাওয়া করেছে। আমরা দুই দলকেই বলেছি, যে কোনো মূল্যেই আগামী ১১ মার্চের নির্বাচন অনুষ্ঠিত হতে দায়িত্ব পালন করতে হবে।’

ঘটানর পর বিপ্লবী ছাত্র মৈত্রী, জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রীর নেতাকর্মীরাও লাঠিসোটা নিয়ে ক্যাম্পাাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, জাসদ ছাত্রলীগের সভাপতি শাজাহান আলী সাজু, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ