তুচ্ছ ঘটনার শিকার হয়ে প্রাণ গেল শিশুর


গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে তুচ্ছ ঘটনায় বাঁশের লাঠির আঘাতে তিন মাসের শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের দিঘা মার্কেট পাড়ায় এ ঘটনা ঘটে। তবে  মামলার পর এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, উপজেলার মোহনপুর ইউনিয়নের দিঘা মার্কেট পাড়ায় ফসলী জমিতে ছাগল নেমে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে তহুরুল ও রাজ্জাকের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তহুরুল লাঠি দিয়ে আঘাত করে রাজ্জাককে। এসময়  রাজ্জাককে রক্ষায় তার মা এগিয়ে এলে কোলে থাকা শিশু আরিয়ান লাঠির আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

পরে পুলিশ  শিশুটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বুধবার পুলিশ আরিয়ানের লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানো হয়।

এঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় তহুরুলের স্ত্রী নাজিরা বেগম (৩৫) কে আটক করেছে পুলিশ ।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) জাহাঙ্গীর আলম বলেন,হত্যা মামলার প্রধান আসামী তহুরুলসহ অন্যদের আটক করতে পুলিশ অভিযানে নেমেছে।


শর্টলিংকঃ