নতুন করে ১ জন করোনায় আক্রান্ত


ইউএনভি ডেস্ক:

করোনাভাইরাসে দেশে নতুন করে আরো একজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে।

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা
আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চারজন। এরমধ্যে একজনের বয়স ৮০ বছর। এর আগে সুস্থ হয়েছিলেন ১৫ জন। এ পর্যন্ত আক্রান্ত ৪৯ জনের মধ্যে ১৯ জন সুস্থ হয়েছেন। সুস্থ হওয়াদের মধ্যে মধ্যে একজন চিকিৎসক ও নার্স রয়েছেন। চারজনের মধ্যে দুইজন বাড়িতে বসে চিকিৎসা নিয়েছেন।

সোমবার (২৯ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩০ হাজার মানুষ করোনায় আক্রান্ত

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৩ জনের। এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন আইসুলেশনে আছেন ৬২ জন।’

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে আইইডিসিআর।


শর্টলিংকঃ