নারী দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোর মিছিল


রাবি প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘আলোর মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে প্রজ্জ্বালিত মোমবাতি হাতে মিছিলটি বের করা হয়।

নারী দিবসে রাবিতে আলোর মিছিল বের করা হয়

ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়। বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে অংশ নেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন, রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রমূখ।

নারী দিবসে রাবিতে আলোর মিছিল

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতায় ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, ‘ঘর থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, তথা সমগ্র বিশ্বে যাতে নারীর সমধিকার নিশ্চিত করা হয়; আজকের এই দিনে এটি প্রত্যাশা করি।’

রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘নারীরা আলোকজ্জ্বোল হয়ে উঠুক, আলোর পথে এগিয়ে যাক সেই প্রত্যাশা করি।’


শর্টলিংকঃ