পদ্মায় গোসলে নেমে তিন বোনের মর্মান্তিক মৃত্যু


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন কলেজ ছাত্রী। অপর দুইজন স্কুল পড়ুয়া। রোববার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পদ্মায় গোসলে নেমে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু

মৃতরা হলেন- মিম খাতুন (১৭), শিপরা খাতুন (১২) ও এশা খাতুন (৯)। মিম ও এশা আপন দুই বোন। তারা মীরগঞ্জের জিল্লুর রহমানের মেয়ে। শিপরা তাদেরই চাচাতো বোন। তার বাবার নাম শহীদুল ইসলাম।

মিম মীরগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। শিপরা মীরগঞ্জ হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণি এবং এশা  মীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে তারা তিন বোন একসঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সবার ছোট এশা (৯) নদীর একটু গভীরে গিয়ে সাঁতরে ফিরতে পারছিল না।

বিষয়টি খেয়াল করে প্রথমে শিপরা (১২) তাকে নদীর তীরে আনতে যায়। কিন্তু সেখানে গিয়ে সেও পানিতে হাবুডুবু খেতে থাকে। বিষয়টি দেখে সবার বড় মিম তাদের দুইজনকে বাঁচাতে গেলে সেও ডুবে।

পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে তিনজনকে উদ্ধার করে চারঘাট উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আল জাজিরা বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যেই তিন জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে- তারা দীর্ঘক্ষণ পানিতে হাবুডুবু খেয়ে শ্বাস নিতে পারেনি। শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

এদিকে, তিন বোনের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে চলছে স্বজনদের শোকের মাতম।

 


শর্টলিংকঃ