পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা


ইউএনভি ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সদস্য ছিলেন মণীশ। এছাড়া তিনি কাউন্সিলরও ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিটাগড় থানার কাছে দাঁড়িয়ে ছিলেন মণীশ। এসময় মোটরসাইকেলে চেপে আসা দুর্বৃত্তরা গুলি করে মণীশকে লক্ষ্য করে। তার শরীরে একাধিক গুলি লাগে। তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার সঙ্গী গোবিন্দ। গুলিবিদ্ধ মণীশকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

মণীশ হত্যার প্রতিবাদে বিজেপি সোমবার ব্যারাকপুরে ১২ ঘণ্টার বনধ ডেকেছে। এই হত্যাকাণ্ডের জন্য রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বিজেপি।

তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের ভাষ্য, বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই মণীশ খুন হয়েছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।


শর্টলিংকঃ