পাবনায় জুয়ার সরঞ্জামসহ আটক ১৪


পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে স্থানীয় একটি ক্লাবসহ দুইটি স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ১৪ জনকে আটক, প্রায় ৪৪ হাজার টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।

 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের একটি ক্লাবসহ দুইটি স্থানে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত নয়টার দিকে অভিযান চালায় পুলিশ। অভিযানে স্থানীয় সুর্য সংঘ ক্লাব ও নামহীন একটি ক্লাব থেকে জুয়া খেলার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে নগদ ৪৩ হাজার ৭৯০ টাকা ও তিন বান্ডিল তাস জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- বাঘইলের তৌহিদুল ইসলাম (৩২), মাঝদিয়া নতুনপাড়া এলাকার আতিয়ার রহমান (৫৫), সাঁড়া গোপালপুর এলাকার শহিদুল ইসলাম (৪৫), শাকিল আহমেদ (৩৫), সেলিম প্রাং (৪৫), সাহাবুল প্রাং (৩৮), তুফান সরদার (৪২), আহসান হাবিব (৫২), সাইফুল ইসলাম (৫২), তোজাম আলী (৫৫), এনামুল আলম টিটু (৫০), বজলুর রহমান (৫৩), নাসির উদ্দীন ফারুকী (৫০) ও আলম প্রাং (৫৩)। ঈশ্বরদী থানার (ওসি) আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ে হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।


শর্টলিংকঃ