পাবনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : আটক ৫০


নিজস্ব প্রতিবেদক, পাবনা :

পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুরের পদ্মা নদীতে মা ইলিশ মাছ শিকার করায় মৎস্য অধিদপ্তরের সহায়তায় গত দুই দিনে ৫০ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ও মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, জেলা মৎস্য অধিদপ্তরের সহযোগীতায় সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেনের নেতৃত্বে সুজানগর উপজেলার সাতবাড়িয়া,হাসামপুর ও নাজিরগঞ্জ এলাকার পদ্মা নদীতে রোববার ও মঙ্গলবার দিনভর অভিযান চালায় পুলিশ।

এসময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ শিকার করার দায়ে ৫০ জন জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় এক মণ ইলিশ মাছ ও ১’শ ৪৪ মিটার কারেন্ট জাল।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ‘মা ইলিশ রক্ষায় ইলিশের বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা নিয়ে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে মৎস্য সংরক্ষণ আইন সংশোধন করে ইলিশ আহরণ নিষিদ্ধের সময়সীমা ২২ দিন করা হয়েছে।


শর্টলিংকঃ