পোরশা সীমান্তে বিএসএফ’র গুলিতে তিন বাংলাদেশী নিহত


কাজী কামাল হোসেন, নওগাঁ :
নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র ছোঁড়া গুলিতে তিন বাংলাদেশী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত ভোরে উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায়। নিহতরা হলো-বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সন্দ্বীপ (২৪), কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল (৩২) এবং চকবিষ্ণপুর দিঘিপাড়ার মৃত খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন (৩৮)।

স্থানীয়রা জানায় ,বুধবার ভোরে বাংলাদেশের  কয়েকজন নাগরিক দুয়ারপাল সীমান্ত এলাকায় যায়। এসময় ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা পেছন দিক থেকে বাংলাদেশী নাগরিকদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফ’র ছোঁড়া গুলিতে সন্দ্বীপ,  কামাল ও মফিজ উদ্দিন (৩৮) নিহত হয়।

এ বিষয়ে  বিজিব ‘র ১৬ ব্যাটেলিয়নের হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহতের খবর বলে তিনিও শুনেছেন। তবে এবিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন : বিএসএফের গুলিতে পাঁচ দিনে ৮ বাংলাদেশি নিহত


শর্টলিংকঃ