‘বনলতার বগি পরিবর্তন হচ্ছে না’


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন ‘বনলতা’র বগি পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, রেলমন্ত্রী তাঁকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ প্রতিমন্ত্রী তার নিজের ফেসবুক ওয়ালে এই তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন- ‘রেলমন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে। বনলতা ট্রেনের বগি পরিবর্তন করা হবে না’।

এর আগে বনলতা আন্তঃনগর ট্রেনের ইন্দোনেশিয়া থেকে আমদানি করা বগিগুলো সরিয়ে ভারতীয় বগি সংযোজন করা হচ্ছে-এমন একটি খবর প্রকাশিত হয় গণমাধ্যমে।

আরও পড়ুন-

বনলতার ইন্দোনেশিয়ান কোচ বদল করায় রাজশাহীতে ক্ষোভ

এতে বলা হয়- রাজশাহী ঢাকার মধ্যে চলাচলকারী বিরতিহীন বনলতা আন্ত:নগর ট্রেনের ইন্দোনেশিয়ার আরামদায়ক কোচগুলি বদল করা হচ্ছে নীলসাগর ট্রেনের ভারতীয় কোচের সঙ্গে।চালুর মাত্র ৮ মাসের মাথায় বনলতা ট্রেনের নতুন কোচগুলি পাঠিয়ে দেয়া হচ্ছে নীলসাগর ট্রেনের জন্য চিলাহাটীতে।

আরও পড়ুন-

রাজশাহীতে ট্রেনের আগাম টিকিট বন্ধ : আসছে নতুন সিডিউল

একইভাবে নীলসাগর ট্রেনের ভারতীয় কোচ সংযোজন করা হচ্ছে বনলতা ট্রেনে।এই অদল বদলের ফলে ট্রেনের আসন বিন্যাস সংক্রান্ত জটিলতায় গত ১৮ ডিসেম্বর থেকে অগ্রিম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে।


শর্টলিংকঃ