বাগমারায় জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ


বাগমারা প্রতিনিধি:

বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ শিশুপার্কে বৃহস্পতিবার অনুষ্ঠানিক ভাবে বুরো বাংলাদেশ (BURO Bangladesh) নামক জাতীয় পর্যায়ের একটি উন্নয়ন সংস্থা (এনজিও) কর্তৃক বাগমারা উপজেলার ভবাণীগঞ্জ পৌরসভা, মারিয়া ও বড়বিহানালী ইউনিয়ন এর ৫০০জন দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বাগমারায় জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ
বাগমারা উপজেলায় কম্বল বিতরণ করছেন রাজশাহী জেলা প্রশাসক মো.হামিদুল হক

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মো.হামিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী প্রমূখ।

এ সময় বুরো বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশ পাবনা বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক জনাব ইস্তাক আহাম্মেদ, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মিজানুর রহমান, নওগা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মো: রফিকুল ইসলাম সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগ।

অপরদিকে গার্ল গাইড এসোসিয়েশনস  উপজেলা শাখার উদ্যোগেও একই স্থানে শতাধিক দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গার্ল গাইড এসোসিয়েশনস উপজেলা শাখার স্থানীয় কমিশনার প্রধান শিক্ষক নাজমা খাতুন, স্থানীয় সেক্রেটারী শাহানাজ বেগম, সদস্য প্রভাষক রিনা খাতুন, শিক্ষক কৃষ্ণা মন্ডল, সাহারা খাতুন প্রমূখ।

আরও পড়ুন স্ত্রীর সামনে মদ খেয়ে ১৩ তলা থেকে ঝাঁপ


শর্টলিংকঃ