বাঘায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চতুর্থ শ্রেণির ছাত্র আইসিইউতে


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চতুর্থ শ্রেণির ছাত্র হাসিবুল ইসলাম আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইইসিইউতে চিকিৎসাধীন আছে। বিষয়টি নিশ্চিত করেন হাসিবুল ইসলামের মা মাবিয়া বেগম।


জানা যায়, বাঘা উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামের টগর আলীর ছেলে ও গোচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র হাসিবুল ইসলাম (১০)। সে গত সোমবার জ্বরে আক্রান্ত হয়। তার অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন মঙ্গলবার প্রথমে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্রে নেয়। তার অবস্থা দেখে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তাকে মেডিকেলে ভর্তি করার পরপরই আইসিইউতে রাখা হয়েছে। হাসিবুল ডেঙ্গুতে আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে গোচর গ্রামের মানুষ আতংকের মধ্যে পড়েছে।

এ বিষয়ে হাসিবুল ইসলামের মা মাবিয়া বেগম জানান, ছেলের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ছেলেকে আইসিইউতে রাখা হয়েছে। দুই জায়গায় পরীক্ষা করে ছেলের ডেঙ্গু ধরা পড়েছে। হাসপাতালের ডাক্তার ১০ দিন সময় দিয়েছে। এরমধ্যে ৭ দিন পার হয়ে গেছে। ছেলের কি অবস্থা হবে জানিনা, আর ৩ বাকি আছে।

বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বাঘা উপজেলার এই প্রথম শুনলাম স্থানীয় কোন ব্যাক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তবে হাসিবুল নামের কোন ব্যাক্তির ডেঙ্গুতে আক্রান্তের বিষয়ে আমার জানা নেই। এছাড়া এ ধরনের কোন ব্যাক্তি আমার কাছে চিকিৎসা নিতে আসেনি।


শর্টলিংকঃ