ব্রুকলিন ব্রিজের বেঞ্চে বসে অপেক্ষা


ব্রুকলিন ব্রিজের বেঞ্চে বসে অপেক্ষা

 

ব্রুকলিন ব্রিজের বেঞ্চে বসে অপেক্ষা আমার মায়ের জন্য

আমার মা বলেছিল-অনেক কথা নাকি আছে বলার
তাই আজ ১৫টি বছর পরে আবার এসেছি ব্রুকলিন ব্রিজের ধারে
মন বড় উতলা আমার
কেমন হয়েছে দেখতে সে।
জানি না কী দেখব আমি তার চোখে।
সে কি আমাকে চিনবে,
নাকি না বলে যাবে চলে!

বেশ কিছুক্ষণ বসার পরে হেঁটে এসেছিল সে নীল রংয়ের জিন্স আর ঢিলেঢালা টি-শার্ট পরে।
আমাকে দেখে মুচকি হেসে ডেকে উঠল সে আমায়।
একটু পরে হাতে অনেক মোটা খাম আমায় দিল সে
আমি মা’কে বললাম- কেমন আছে সে?
চোখের কোণে একফোটা জল ৎ

সে অনেক আগেই তো গিয়েছে চলে অজানা উদ্দেশে।
আমি তখন অবাক চোখে চেয়ে মায়ের দিকে ৎ

আমার দিকে তাকিয়ে বলল সে- বিশ্বাস কখনো করো নি
তবে ভালো বন্ধু ছিলে কী করে!

 

নন্দিনী খান : আমেরিকা প্রবাসী

আরও পড়ুন সুকুমার বাউল : মায়াভরা গানের কারিগর

#ব্রুকলিন ব্রিজ #মা #নন্দিনী খান


শর্টলিংকঃ