ভারতের হামলার দাবি প্রত্যাখান করলো পাকিস্তান


সারাদুনিয়া ডেস্ক :

ভারতীয় বিমান বাহিনীর কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের ঘটনায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বালাকাটোর নিকটবর্তী সন্ত্রাসীদের ক্যাম্পে ভারতীয় বিমান বাহিনীর হামলার দাবি প্রত্যাখ্যান করা হয়েছে বলে বৈঠকের পর এক বিবৃতিতে জানানো হয়েছে।পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এই বিবৃতি বলছে, ভারতীয় সরকার আরেকবার তাদের আত্মস্বার্থে বেপরোয়া কাল্পনিক দাবির আশ্রয় নিয়েছে।

‘নির্বাচনী পরিস্থিতির কারণে ঘরোয়া রাজনীতি চাঙ্গা রাখতে ভারত সরকার এমন পদক্ষেপ নিয়েছে। এভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা গুরুতর ঝুঁকিতে ফেলে দিয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, ভারত যেস্থানে হামলা করার দাবি জানিয়েছে, সেখানে সরেজমিনে পরিদর্শনের জন্য বিশ্বের জন্য স্থানটি খোলা রাখা হয়েছে।

‘ঘরোয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। ভারত অনাকাঙ্ক্ষিতভাবে যে আগ্রাসন চালিয়েছে, সময় ও স্থান অনুসারে পাকিস্তান তার জবাব দেবে।’ বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থমন্ত্রী ও সেনাপ্রধান উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ