’মিস হিটলার’ প্রতিযোগীর তিন বছরের কারাদণ্ড


ইউএনভি ডেস্ক:
সাবেক ’মিস হিটলার’ প্রতিযোগী এবং অপর তিন নব্য নাৎসিকে মঙ্গলবার ব্রিটেনের কারাগারে বন্দী করা হয়েছে।মার্চ মাসে নিষিদ্ধ ঘোষিত চরম ডানপন্থী দল ন্যাশনাল অ্যাকশন (এনএ) এর সদস্যপদ গ্রহণের কারণে তারা দোষী সাব্যস্ত হয়েছেন।

’মিস হিটলার’ প্রতিযোগীর তিন বছরের কারাদণ্ড

বার্মিংহাম ক্রাউন আদালত ২৪ বছর বয়সী অ্যালিস কাটারকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে।একই আদালত তার প্রাক্তন প্রেমিক মার্ক জোনসকে (২৫) সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।একই অপরাধে গ্যারি জ্যাক (২৪) এবং কনার স্কেথরন (১৯) নামে আরও দু’জনকে যথাক্রমে চার বছর ছয় মাস এবং ১৮ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

পঞ্চম আসামীকে গত বছর তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।কাটার একজন ওয়েট্রেস। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি শিবিরের সমর্থনে আয়োজিত ’মিস হিটলার’ সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন।

’মিস বুচেনওয়াল্ড’ নামে তিনি এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।বিচারকরা আদালতে কিছু বার্তা (ম্যাসেজ) দেখান।সেখানে দেখা গেছে, গ্যাসিং (গ্যাস প্রয়োগ করা) সিনাগগে (ইহুদিদের উপাসন্লায়) এক ইহুদি ব্যক্তির মাথাকে ফুটবল হিসাবে ব্যবহার করার বিষয়ে রসিকতা করেছিলেন কাটার। সেখানে তিনি মন্তব্য করেন, রট ইন হেল, বিচ।


শর্টলিংকঃ