মোহনপুরে মিনি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত


 রিপন আলী, মোহনপুর:

রাজশাহীর মোহনপুরে ধানবোঝাই মিনি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছে। সোমবার ভোরে মেডিকেল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- কুষ্টিয়ার দৌলতপুরের পলানের ছেলে রাশেদুল ও আওলাদ হোসেনের ছেলে মোহন। তারা চাচাতো ভাই। এসময় আহত হয়েছে আরো দুইজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাশেদুল ও মোহন

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, ২২দিন আগে কুষ্টিয়া জেলার দৌলতপুরের একদল শ্রমিক নওগাঁতে বোরো ধান কাটতে যায়। সোমবার সকালে ধান বোঝাই করে একটি মিনি ট্রাকে(ঢাকা মেট্রো ড- ১১-৭৩৫২) চড়ে নওগাঁ থেকে কুষ্টিয়া ফিরছিল তারা। ট্রাকটি মোহনপুর মেডিকেল মোড়ে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোহন ও রাশেদের মৃত্যু হয়। তারা ট্রাকে থাকে ধানের বস্তার ওপরে বসে ছিলেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। আহত শফিকুল ইসলাম ও সাগরকে চিহিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 


শর্টলিংকঃ