রাজশাহীতে উদীচীর ষষ্ঠ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী জেলা উদীচী শিল্পীগোষ্ঠির ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নগরীর শাহ্ মখদুম ডিগ্রি কলেজ শহীদ মিনার চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন নাট্যজন তাজুল ইসলাম।

রাজশাহী জেলা উদীচীর সম্মেলন উপলক্ষ্যে শোভাযাত্রা বের করা হয়

পরে কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর কলেজ মিলানয়তনে শুরু হয় সভা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

তিনি বলেন, উদীচী মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে পথ চলছে।দেশেল সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উদীচীর হাত ধরে বাংলাদেশের সংস্কৃতি মূলধারায় ফিরে আসুক সেই প্রত্যাশা করি।

সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কবি রুহুল আমিন প্রামানিক, উদীচীর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, কেন্দ্রীয় সদস্য কাজী মারুফা, জেলা সংসদের সাবেক সভাপতি ড. জুলফিকার আহমেদ গোলাপ, প্রাবন্ধিক প্রশান্ত কুমার সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক দিলিপ কুমার ঘোষ, ঘাতক দালাল নির্মূল কমিটির মহানগরের শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ।

সভা শেষে সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।


শর্টলিংকঃ